২৯ জানুয়ারি, ২০২০ ১২:১৩

নেত্রকোনায় চক্ষু শিবিরে আড়াই শতাধিক রোগীকে চশমা বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় চক্ষু শিবিরে আড়াই শতাধিক রোগীকে চশমা বিতরণ

নেত্রকোনা শহরের বারহাট্টা রোডের ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম এর উদ্বোধন করেন। 

দিনব্যাপী চক্ষু শিবিরে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ প্রায় আড়াই শতাধিক রোগীকে চশমা বিতরণ করা হয়।

এছাড়া পরীক্ষা শেষে ৩০০ জনকে বাছাই করে ছানি অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। প্রথম দিনে হাসপাতালের নিজ খরচে ৫০ জনকে ময়মনসিংহ ডা. কে জামান বিএএসবি হাসপাতালে নিয়ে ছানি অপারেশন করে পরদিন নেত্রকোনায় পৌঁছে দেবে। পর্যায়ক্রমে সকল রোগীকেই বিনামূল্যে এই সেবা দেয়া হবে বলে জানান নেত্রকোনার সমন্বয়কারী সমাজ সেবক মতিয়র রহমান।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর