শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দিনাজপুর সদরের কে বি এম কলেজিয়েট হাই স্কুলে চালু হলো দুই টাকার ব্যাংক। রবিবার দুপুরে স্কুলে ফিতা কেটে দুই টাকার এই ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান শিক্ষক মোকছেদ আলী।
তিনি বলেন, কাজটি ভালো লাগায় এই বিদ্যালয়ে শুরু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা যাবে বলে আমরা আশা করছি।
সংশ্লিষ্টরা জানায়, দুই টাকার ব্যাংকের কার্যক্রমটি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার পাশাপাশি ব্যাংকিং ধারণা প্রদান করবে এবং সুবিধাবঞ্চিতদের শিক্ষা কার্যক্রমে সহায়তাও দেবে। এতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না।
কে বি এম কলেজিয়েট হাই স্কুলের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীকে ব্যাংকের শাখা করে দুই টাকার ব্যাংক চালু করা হয়। প্রতিটি ক্লাশের ক্যাপ্টেন ম্যানেজার এবং সহকারী ক্লাশ ক্যাপ্টেন সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করবে বলে বিদ্যালয়ের শিক্ষকরা জানান। কার্যক্রমটিতে শিক্ষার্থীরা টাকা জমা করা ও তুলে নিতে পারবে। ব্যাংকে জমানো টাকা থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
দুই টাকার ব্যাংকিং কার্যক্রমে নির্বাচিত প্রতীকী গভর্নর নবম শ্রেণীর শিক্ষার্থী আল সাঈম জানায়, উৎসাহ নিয়ে এ স্কুলের সাড়ে পাঁচশত শিক্ষার্থী ব্যাংকটির সদস্য হয়েছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে এজন্য এই ব্যাংক থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে গত বছর দুই টাকার ব্যাংক চালু হয়। ওই স্কুলে ঝরে পড়ার হার এখন প্রায় শুন্যের কোঠায় এসেছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে দৃষ্টান্ত স্থাপন করা কার্যক্রমটিকে বিভাগীয় উদ্ভাবন হিসেবে ইনোভেশন শোকেসিংয়ের জন্য নির্বাচিত করেছে দিনাজপুর জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/আল আমীন