এসএসসি পরীক্ষা দিতে না পারা ৭ শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সেই দুই শিক্ষককে দুর্নীতি, সার্টিফিকেট, রেজি: কার্ড ও নম্বর পত্র জালিয়াতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
এরা হলেন প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক মো: সোহেল রানা।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম ওবায়দুল বারী দিপু খান জানান, ঐ দুই শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষা দিতে না পারা ৭ শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হেসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। ১ ফেব্রয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এক চিঠিত প্রধান শিকাক্ষকে ও ৪ ফেব্রয়ারি আইসিটি শিক্ষককে বহিস্কার আদেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
মুঠোফোনে ঐ দুই শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্ট করে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত হরিরামপুর উচ্চ বিদ্যালয় হতে এবছর ৪৪ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেবার কথা ছিল।এর মধ্যে ৩৭ জন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। কিন্তু ঐ দুই শিক্ষকের প্রতারণা ও জালিয়াতির কারনে ৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেছে না। তাদের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ