কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় আদালত বাচ্চু মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন। আসামি বাচ্চু মিয়া তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১০ মে বিকালে মাটির চুলার ওপর লাকড়ি শুকানোকে কেন্দ্র করে বাচ্চু মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী আব্দুর রাশিদের মেয়ে সরুফা ওরফে মারুফা খাতুন ও তার পরিবারের লোকজনদের কথা কাটাকাটি হয়। ওই রাতে আব্দুর রাশিদ কাটা ধান পাহারা দেওয়ার জন্য হাওরে চলে যান। পরদিন ভোরে তার স্ত্রীর মাধ্যমে খবর পান যে, তার মেয়ে সরুফা ওরফে মারুফা আক্তারের গলা কাটা লাশ গামছা দিয়ে বাঁধা অবস্থায় বাড়ির পাশের একটি পতিত জমিতে পড়ে রয়েছে। এ ব্যাপারে তাড়াইল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলায় অভিযুক্ত মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামির বোন হিমা আক্তার ও ভাই রতন মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার