কুষ্টিয়ার মিরপুরস্থ ৪৭বিজিবি সেক্টর দপ্তর চত্বরে বিভিন্ন জাতের মাদক ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এসব মাদক ধ্বংস কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবির সেক্টর ও আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সেক্টর কমান্ডার লে: কর্ণেল রফিকুল ইসলাম জানান, গত ছয় মাসে ব্যাটালিয়ান সদস্যদের উদ্ধারকৃত এসব নানা জাতের মাদকের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, কোন নির্দিষ্ট সংস্থা নয় বরং সর্বগ্রাসী এই মাদক বিপর্যয় রুখতে সমাজের সর্বস্তরের সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার