স্কুলে যাওয়ার জন্য কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে হয়েছিল মনি। কিন্তু স্কুলে আর যাওয়া হল না তার। বালু বোঝাই ট্রাক কেড়ে নিল তার জীবন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া সদর উপজেলার নামুজা নাথ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মনি বর্মণ (১০)।
নিহত মনি নামুজা নাথপাড়া গ্রামের নিত্য গোপাল বর্মণের মেয়ে এবং স্থানীয় ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয়রা বগুড়া-নামুজা সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে সদর থানা পুলিশ সেখানে পৌঁছে ব্যারিকেড তুলে নেয়।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় বালু বোঝাই ট্রাকের চাপায় মনি নিহত ও তার মামা পলাশ সরকার (১৯) আহত হয়েছে। আহত পলাশ শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে। স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় স্থানীয়রা আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। ট্রাক আটক হলেও চালক পালিয়ে গেছে ।
বিডি প্রতিদিন/কালাম