মাদারীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন তার এলাকার জনগণ ও এলাকাবাসী। মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল ১১টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
জানা যায়, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার সাহেবালী মাতুব্বরের বিরোধ চলে আসছিলো। গত বছরের ২৭ ফেব্রুয়ারি আনন্দবাজার এলাকায় সাহেবালী মাতুব্বরের উপর দুবৃর্ত্তরা হামলা চালিয়ে তাকে খুন করে। ঘটনার পর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আসামী করা হয় আরো ১০ থেকে ১৫ জনকে। এই মামলায় সম্প্রতি আদালতে হাজির হলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। তাই তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সুজন সমাদ্দার, ছাত্রলীগের সহ-সভাপতি খোকন তালুকদার, শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার