‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগান নিয়ে বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। টিআইবির আদলে গঠিত সচেতন নাগরিক কমিটির ( সনাক) আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
পরে অশ্বিনী কুমার হলে সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব ও মেলা আয়োজক কমিটির আহবায়ক শুভংকর চক্রবর্তী।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারন জনগনকে অবহিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ১৬টি স্টল রয়েছে। মেলা উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার