সাতক্ষীরায় ঘেরের কাদায় আটকে মেহেদী হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান মাছখোলা গ্রামের লিটু ঢালীর ছেলে ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহত মেহেদীর খালোতো ভাই সাকিবুল হাসান জানান, মঙ্গলবার ভোরে মেহেদী তার বাবার সঙ্গে মাছের ঘেরে মাছ ধরতে যায়। বাবা মাছ ধরা শুরু করলে মেহেদী ঘেরের ওপর ছোট ঘরে ঘুমিয়ে পড়ে। এরই এক পর্যায়ে সে পড়ে গেলে তার পা ঘেরের পাড়ে ও মাথা ঘেরের কাঁদায় আটকে যায়। অনেক চেষ্টা করেও মাথা কাদা থেকে বের করতে না পারায় শ্বাসরোধ হয়ে মেহেদীর মৃত্যু হয়।
ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে কাদায় পুতে মারা গেছে স্কুলছাত্র মেহেদী হাসান।
ঘটনার বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি থানায় কেউ অবহিত করিনি। যার কারণে বিস্তারিত জানা নেই।
বিডি-প্রতিদিন/মাহবুব