বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা আগেই বলেছিলাম, নির্বাচন কমিশন ইভিএমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নিঃশব্দ ভোট কারচুপির ষড়যন্ত্রে মেতে উঠেছে। এটা যে ভোটাধিকার হত্যার নিঃশব্দ প্রকল্প তা দুটি সিটি নির্বাচনে প্রমাণিত।
তিনি বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নূরুল হুদা কমিশনের নেতৃত্বে ইভিএম ব্যবহারের যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তা ভবিষ্যতে সরকার পরিবর্তনের যেকোনো নির্বাচনে “প্রযুক্তির মাধ্যমে ভোটাধিকার হত্যার এক নিঃশব্দ প্রকল্প” বাস্তবায়নের দুরভিসন্ধি মাত্র। এবার সিটি নির্বাচনে কমিশন ইভিএমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নিঃশব্দ ভোট কারচুপির ষড়যন্ত্র বাস্তবায়ণ করেছে। যাতে রাতে বা দিবালোকে ভোট ডাকাতির মতো কোনো হইচই না থাকে।
মঙ্গলবার দুপুর ১২টায় দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (আহবায়ক কমিটির সদস্য সচিব) হযরত আলীর মৃত্যুতে স্মরণ সভা তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অধ্যাপকা কামরুন্নাহার শিরিন, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, নাটোর পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ, ছাত্রদল নেতা শামসুল ইসলাম রনিসহ দলের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল