বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বীরকেদার ইউনিয়নের ১২ মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী হাজী মজিবর রহমান (৫৮) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপচাঁচিয়ায় উপজেলা সদরের ব্যাংকে বিদ্যুৎ বিল দিয়ে হাজী মজিবর রহমান অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। এসময় পিছন থেকে বগুড়াগামী একটি ট্রাক অটোভ্যানটি ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবর রহমান ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সে নিহত হন। মজিবর রহমান কাহালুর বীরকেদার ইউনিয়নের ডিপুইল গ্রামের বাসিন্দা।
বগুড়ার কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল