শেরপুর সদর থানায় নবনির্মিত ডিউটি অফিসার কক্ষ “হৈমন্তীতে” ডিজিটাল কিউ মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এই মেশিন স্থাপন করা হয়।
এ ডিজিটাল কিউ মেশিনের মাধ্যমে শেরপুর সদর থানায় পুলিশের ডিজিটাল সেবা পাওয়া যাবে।
থানা পুলিশের আয়োজনে এই মেশিন স্থাপন ও উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এসময় তিনি জানান, এই কিউ মেশিনের মাধ্যমে সদর থানায় সেবা নিতে আসা যেকোন ব্যক্তির পুলিশী সেবাগ্রহণ আরও দ্রুত ও সহজতর হবে। সেবা প্রার্থীরা ভোগান্তি ছাড়া সহজভাবে পুলিশি সেবা পাবেন বলে জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল