ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল আলোচিত পর্দা কেলেঙ্কারির সাথে জড়িত দুই ভাইয়ের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মামলার অন্যতম আসামি আবদুল্লাহ আল মামুন ও তার ভাই ঢাকার বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ জামিন আবেদন করেন।
আদালতের বিচারক মো. সেলিম মিয়া দুই ভাইয়ের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে হাইকোর্ট থেকে দুই ভাই ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন।
মঙ্গলবার ছিল জামিন মেয়াদের শেষ দিন। জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মজিবর রহমান জানান, দুই ভাই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে ‘পরস্পরের যোগসাজসে অপ্রয়োজনীয় ও অবৈধভাবে প্রাক্কলন ব্যতিত উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ আনেন’।
এ অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক, দুই ঠিকাদার, একজন প্রশাসনিক কর্মকর্তাসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় সম্প্রতি তিন চিকিৎসক আদালতে হাজির হলে তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠায় ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত। পরে তারা হাইকোর্ট থেকে জামিন নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন