টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পাইপাস এলাকায় ট্রাকচাপায় সাইদুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন সাইদুল হক। তিনি ট্রাফিক সিগনাল নিশ্চিত করতে গেলে একটি ট্রাক তার সিগনাল অমান্য করে তাকে চাপা দিয়ে চলে যায়।
এ ঘটনায় পরে দায়িত্বরত অপর দুই পুলিশ সদস্য তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন