সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি, মাওলানা তর্কবাগীশ পাঠাগার ও ফেসবুক গ্রুপ বর্ণচ্ছটার উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় চালু হল ‘মানবতার দেয়াল’।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে সলঙ্গা থানা সদরের কদমতলায় সমাজ কল্যাণ সমিতি, মাওলানা তর্কবাগীশ পাঠাগারের সামনে এই মানবতার দেয়াল চালু করা হয়েছে।
মানবতার দেয়াল উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শামীমুর রহমানের পক্ষে সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার।
কিশোরগঞ্জের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিনব এই উদ্যোগ শুরু করেছিলেন স্কুল শিক্ষক নাজনিন মিষ্টি। এরপর দেশের বিভিন্নস্থানে এই মানবতার দেয়াল তৈরি করা হয়েছে। এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার দরিদ্র যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন। নিয়ে যান-দিয়ে যান ‘হে জন দরদী, আপনার ঘরের অপ্রয়োজনীয় বস্ত্রটি এখানে দান করুন। হে গরীব দুঃখী মানুষ আপনার প্রয়োজনীয় বস্ত্রটি এখান থেকে নিয়ে যান, কোন মূল্য দিতে হবে না
এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু, থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি, মাওলানা তর্কবাগীশ পাঠাগারের সাধারণ সম্পাদক শ্রী কালিপদ কন্ডু, কোষাধক্ষ্য আব্দুল মান্নান খান, মকুল তালুকদার,আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, কাজী মানিক, ফেসবুক গ্রুপ বর্ণচ্ছটার সদস্য আরিফুল ইসলাম, মারুফ খান, লিওন সরকার, প্রসেনজিত প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন