সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন আনসার সদস্য নিহত হয়েছে। এছাড়াও কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্য আব্দুল মতিন উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত শাহজাহান আলীর পুত্র। আহতদের উদ্ধার করে প্রথমে রায়গঞ্জে পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, উপজেলার নিশ্চিন্ত পুর গ্রামের শহীদুল ইসলামের সাথে সাবান আলীর ১০ শতক আবাদি জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে সাবান আলীর লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ শহীদুলের বাড়িতে হামলা চালায়। এসময় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নেয়া হলে আনসার সদস্য আব্দুল মতিন মারা যায়। পরে গুরুতর অন্যান্য আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল