বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি ট্রাক আটকসহ চোরাই অস্ট্রিলিয়ান গাভি উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে জেলা শহরের চারমাথা এলাকা থেকে প্রায় দেড়লাখ টাকা মুল্যের ও গাভিটি উদ্ধার করা হয়। গাভির পরিবহনকৃত ট্রাকের ভিতর থেকে তালা কাটার লম্বা রডসহ চুরিকাজে ব্যবহৃত অন্যানা সামগ্রীও উদ্ধার করে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, কাহালু উপজেলার শিকার পরামানিকপাড়ার আলমগীরের পুত্র সালাম প্রাং (২৭) ও একই থানার পিলকুঞ্জ চকপাড়ার তফসের প্রাং এর পুত্র ইউনুস প্রাং (৩০)।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ আছলাম আলী পিপিএম জানান, জেলার শিবগঞ্জের পীরব থেকে ২ ফেব্রুয়ারি রাতে গাভীটি চুরি করে নেয়। পরে সেটি কাহালু উপজেলায় নেয়ার সময় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাভীটি উদ্ধার করে। গাভির মালিককে খোঁজা হচ্ছে। তার সন্ধান পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে গাভিটি হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার