ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনুস নামে এক যুবদল নেতা তিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরীসার গ্রামের মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি।
এ ব্যাপারে গত ২ ফেব্রুয়ারি নিখোঁজ যুবদল নেতার চাচা মো. ছাদির ভূঁইয়া আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে মো. ছাদির ভূঁইয়া জানান, তার ভাতিজা ইউনুছ আশুগঞ্জ ফেরিঘাট এলাকায় একটি ওয়ার্কশপ পরিচালনা করে। প্রতিদিনের মতো সে ওয়ার্কশপের কাজ শেষ করে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি ফিরছিল। সেদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ইউনুস তার ছোট ভাইকে জানিয়েছিল আশুগঞ্জ গোল চত্বর এলাকা থেকে বাড়ি যাবার উদ্দেশে সিএনজিতে উঠছে। কিন্তু দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় তাকে ফোন দেয়া হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর রবিবার সন্ধ্যায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু তিন দিনেও তার সন্ধান না মেলায় নিখোঁজের স্ত্রী ও পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, নিখোঁজের সন্ধানে পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন