ফরিদপুরের নগরকান্দার বড় মানিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-৮ ক্যাম্পের একটি দল। সোমবার রাতে অভিযান চালিয়ে জনি ফকির (২৯) ও ফরিদ বিশ্বাস (৩০) নামের এ দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় আটককৃতরা র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিক্তিতে র্যাব সদস্যরা গোপনে বড় মানিকদিয়া গ্রামে অভিযান চালায়। এসময় আটক করা হয় জনি ফকির ও ফরিদ বিশ্বাসকে।
র্যাব জানায়, আটককৃতরা র্যাবের অফিসার পরিচয় দিয়ে প্রতারণামূলক কাজ করে আসছিল। নিজেদের তারা এলাকার মানুষের কাছে র্যাব-৮ এর অফিসার হিসাবে পরিচয় দিতো। তারা এলাকার মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসনের সাথেও প্রতারণা করছিল। আটককৃত জনি ফকিরের বাড়ি জেলার সালথা উপজেলার রসুলপুর গ্রামে। তার পিতার নাম মৃত ইউনুস আলী ফকির এবং ফরিদ বিশ্বাসের বাড়ি জেলার পৌর এলাকার গোয়ালচামটস্থ মোল্লা বাড়ি সড়কে। তার পিতার নাম আবু তাহের বিশ্বাস। আটককৃত দু’জনকে নগরকান্দা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক