ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের অন্যতম হোতা খন্দকার আশরাফুল জান্নাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, ভাটি লক্ষ্মীপুর এলাকার খন্দকার আমিনুর রহমানের পুত্র খন্দকার আশরাফুল জান্নাহ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে দু’টি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে তার মেসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করবে বলে প্রচারণা চালায়। ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করে দেবার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে এই ব্যক্তি বলে অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক