পঞ্চগড়ের বড়শশী ইউনিয়নের ব্রহ্মতলপাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় অনুপ চন্দ্র রায় (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার বাড়ি ওই ইউনিয়নের চপরামারী এলাকায়। সে ওই এলাকার সন্তোষ রায়ের ছেলে।
নিহত শিক্ষার্থী নাজির গঞ্জ দৈ খাতা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মতল পাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাকে সামনে থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় অনুপ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক