মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠে নতুন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজু প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণের পাশাপাশি এ বছর পঞ্চম শ্রেণি থেকে বৃত্তি পাওয়া ৭৬জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক আশরাফুল আলম ফুল দিয়ে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বরণ করে নেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
বিডি-প্রতিদিন/শফিক