খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। বুধবার খাগড়াছড়ি শহরের স্টেডিয়াম এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম(৩৬)। এসময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের র্যাব-৭’র অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি দল খাগড়াছড়ি শহরতলীর স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। পরে পানছড়িগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ রবিউল ইসলামকে আটক করা হয়।
আটককৃত রবিউল পানছড়ি উপজেলার দমদম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-৭ এর সাব-ইন্সপেক্টর অমল চন্দ্র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক