নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ছিনতাইকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বুধবার এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার ছেলে তানজিল আহম্মেদ রানা ও মাহমুদাবাদ এলাকার জাহিদের ছেলে ওবায়দুল মিয়া।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, মঙ্গলবার বিকালে ডেমরা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সামসুদ্দিন, সৌমিক ও শাকিল (মুড়াপাড়া জমিদার বাড়ি) বর্তমান সরকারি মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। কলেজের ক্যান্টিনে খাবার কিনতে গেলে ছিনতাইকারী তানজিল আহম্মেদ রানা ও ওবায়দুল মিয়া ওই শিক্ষার্থীদের জিম্মি করে মোবাইল ও টাকা ছিনতাই করে এবং তাদেরকে জোরপূর্বক ধুমপান করায়। পরে তিন শিক্ষার্থী রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের কাছে অভিযোগ দেন। পরে পুলিশকে পাঠিয়ে তাদের আটক করে আনা হয়।
বুধবার সকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি ১৮৬০ এর ৩৬৫ ধারা অনুযায়ী তাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের জেলা হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম