ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সেবানন্দপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে ১১টি ছোট-বড় গাঁজার গাছসহ শাহবুল ওরফে আশরাফুল (২৪) নামের এক যুবককে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
শাহবুল সেবানন্দপুর গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে। সে পেশায় ভ্যান চালক। এ ঘটনায় এসআই আশুতোষ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাহবুলকে একমাত্র আসামি করে মামলা করেছেন। মামলা নম্বর ১০।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুদ্দিন জানান, শাহবুল ওরফে আশরাফুল তার সোয়ার ঘরের বাথরুমের পাশে গাঁজা গাছের চাষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ছোট বড় ১১টি গাজার গাছ জব্দ এবং শাহবুলকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/কালাম