নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তারাব পৌরসভার নোয়াপাড়া বটতলা খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম।
তিনি জানান, নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম