নেত্রকোনার কেন্দুয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের পর গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত সুপার আব্দুল হালিম সাগরকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানার পুলিশ। বুধবার বিকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার হলেও বৃহস্পতিবার তা সাংবাদিকদের নজরে আসে।
পুলিশ জানায়, আব্দুল হালিম সাগর উপজেলার রোয়াইলবাড়ি আশারাফুল উলুম জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার।
তিনি নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরবর্তীতে ছাত্রী গর্ভধারণ করলে তাকে ঔষধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়। এসময় শিক্ষার্থী অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হলে গত ১৬ জানুয়ারি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ১৯ জানুয়ারি মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে মেয়েটি অসুস্থ হওয়ার পর থেকেই এলাকা থেকে পরিবার নিয়ে গা ঢাকা দেন অভিযুক্ত সুপার।
দীর্ঘ ২০ দিন পর কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়া তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান।
বিডি-প্রতিদিন/মাহবুব