ঢাকার আশুলিয়া থেকে অপহৃত মায়ামী আকতার (১৩)-কে উদ্ধার করেছে র্যাব নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার মধ্যরাতে নীলফামারীর ডিমলা উপজেলার কুমার পাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। মায়ামী আক্তার ঢাকার কল্যানপুর এলাকার বাসিন্দা।
এসময় অপহরণে জড়িত ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ি গ্রামের আবু আজম (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। আজম একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাব-নীলফামারী ক্যাম্প সুত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারী অপহৃত হন মায়ামী। এ ব্যাপারে মেয়ের বাবা আমির উদ্দিন অভিযোগ করলে অনুসন্ধান চালিয়ে গতকাল বুধবার রাতে তাকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব নীলফামারী অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ