রাঙামাটিতে পাচারকালে দেড় টন মাছ উদ্ধার করেছে বাংলাদশে মৎস্য উন্নয়ন করপোরশেন (বিএফডিসি)। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। বৃহস্পতিবার ভোর রাতে কয়লারমুখ ফারি এলাকা থেকে এ মাছ উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি কয়লারমুখ ফারি এলাকায় অভিযানে নামে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরশেনের রাঙামাটি জেলা ব্যবস্থাপক লে. কমান্ডার এম. তৌহিদুল ইসলাম। এসময় কিছু অসাধু ব্যবসায়ী রাঙামাটি কাপ্তাই হ্রদের প্রায় দেড় টন মাছ অবৈধভাবে পথে পাচারের জন্য একটি ছোট ট্রাক (পিকআপ) করে নিয়ে যাচ্ছিল। এসময় রাঙামাটি বিএফডিসি কর্মকর্তারা গাড়িটি আটক করে এবং দেড়টন মাছ জব্দ করেন। এছাড়া ট্রাক মালিক ও চালককে আটক করে জেলা মৎস্য উন্নয়ন অধিদপ্তরের নিয়ে আসা হয়।
এ ব্যাপারে বাংলাদশে মৎস্য উন্নয়ন করপোরশেনরে রাঙামাটি জেলা ব্যবস্থাপক লে. কমান্ডার এম. তৌহিদুল ইসলাম বলেন, মাত্র ৬০০ কেজি মাছের শুল্ক দিয়ে অবৈধ পথে দেড় টন মাছ পাচার করতে চেষ্টা করছিল একটি চক্র। কিন্তু গোপনে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা মাছগুলো উদ্ধার করতে পেরেছি। জব্দকৃত মাছ পরে নিলাম করা হবে। অভিযান চলাকালে চালক ও ট্রাক মালিককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক