নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক চৌমুহনী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাইজদী ফায়ার সার্ভিস, সুবর্ণচর ফায়ার সার্ভিস ও চৌমুহনী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের একমাত্র সরকারি দিঘীটি কিছু সুবিধাবাদী লোক ভরাট করে দখল করায় পানির জন্য সমস্যা হয়েছে। দিঘীতে পানি থাকলে এ সমস্যা হতো না, দিঘীটি উদ্ধারের দাবি জানান। সাইকেল মার্ট ও পার্টসের দোকান, মোহম্মদীয় ভ্যারাটিজ স্টোর, নাহিদ লাইব্রেরিসহ ১৫টি দোকান ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
নোয়াখালী মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন মজুমদার সত্যতা স্বীকার করে বলেন, বাজারের দিঘীতে পানি না থাকায় সমস্যা হয়েছে। এদিকে বাজারের সরকারি অর্থায়নে খননকৃত দিঘী ভরাট ও দখলের খবর পেয়ে জেলা প্রশাসক তন্ময় দাসের নির্দেশে দুপুরে সদর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/শফিক