সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ইউনিয়নের পাইকশা গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে পা বেঁধে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত সুলতান মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত মওলানার ছেলে ।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গ্রেফতারকৃত সুলতান মাহমুদকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি সকালে পাকইশা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে শারীরিক প্রতিবন্ধী কিশোরী মারুফা বাড়ির বাইরে খেলা করছিলো। এসময় বাড়ির পাশ্ববর্তী মুদী দোকানদার সুলতান মাহমুদ তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে রশি দিয়ে পা বেঁধে ধর্ষণ করে। পরে কিশোরী বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা ও দাদাকে জানায়। স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। কিন্তু মিমাংসা না হওয়ায় বুধবার রাতে মামলা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার