জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল হাইকেয়ার হিয়ারিং সেন্টারের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
হাইকেয়ার (বধির) স্কুল এর আয়োজনে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল হাইকেয়ার (বধির) স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
হাইকেয়ার হিয়ারিং সেন্টার ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন, সৃষ্টি শিক্ষা পরিবার চেয়ারম্যান এন্ড এমডি ড. শরিফুল ইসলাম রিপন, ঢাকা হাইকেয়ার অধ্যক্ষ আব্দুস সালাম, স্বাগত বক্তব্য রাখেন হাইকেয়ার (বধির) স্কুল প্রধান শিক্ষক ইসরাত জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন