ভোলায় দুই সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই রাতেই অটোরিক্সা চালককে আটক করেছে। এদিকে ভিকটিম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, দুই সন্তানের জননী বিধবা ওই নারী ভোলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। বাংলাবাজার হালিমা খাতুন কলেজ এলাকায় গেলে তার পূর্ব পরিচিত ২ যুবক কথা আছে বলে তাকে অটোরিক্সা থেকে নামিয়ে কলেজের ভিতর ডেকে নিয়ে যায়। অটোরিক্সা চালক তার জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় আধাঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় অটোরিক্সা চালক ওই নারীকে কলেজের ভিতর থেকে হাতপা বাধা অচেতন অবস্থায উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে ওই নারীর জ্ঞান ফিরে। এ সময় তিনি ২ যুবকে চিনতে পেরেছেন বলে পুলিশকে জানান।
দৌলতখান থানার এসআই সাদিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অটোরিক্সা চালককে আটক করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চালছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার