নিয়মিত ক্লাসের দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। তবে পুলিশ থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের বিক্ষোভ শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, দ্বিতীয় শিফটের পূর্ণাঙ্গ ভাতার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন শিক্ষকরা। এই দাবিতে শিক্ষকরা ক্লাশ বর্জন কর্মসূচী শুরু করেছে। এ কারণে দ্বিতীয় শিফটে কোন ক্লাস হচ্ছে না। এতে তারা পিছিয়ে পড়ছেন। তাই নিয়মিত ক্লাসের দাবিতে আন্দোলন করছেন তারা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এমআর মুকুল আজান, শিক্ষকরা দ্বিতীয় শিফটের পূর্ণাঙ্গ ভাতার দাবিতে ক্লসি বর্জন করায় ক্লাস হচ্ছেনা। ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করলে তাদের শান্ত রাখা হয়। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন