টেকনাফের সেন্টমার্টিনের কাছে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নয়জনের মাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো হাসপাতালের মর্গে রয়েছে জানিয়েছে পুলিশ।
এদিকে ট্রলার ডুবির ঘটনায় ১৩৮ জনের মধ্যে অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে।
টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত হওয়া ৯ জন রোহিঙ্গার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে অপর ৬ জনের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন