বাগেরহাটের শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামে শুক্রবার সকালে নানা বাড়ির পুকুরে ডুবে মাহিম খান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মিজান খানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বিকেলে মঠেরপাড় গ্রামে নানা মোশারেফ আকনের বাড়িতে মা-বাবার সঙ্গে বেড়াতে যায় মাহিম। আজ সকাল ১০টার দিকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শিশুটি পুকুরে পড়তে পারে এমন সন্দেহে স্বজনরা তল্লাশি করে দুপুরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
উপজেলা সদর রায়েন্দা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মিজান খান ও গৃহিণী কারিমা বেগমের দুই ছেলে, এক মেয়ের মধ্যে মাহিম সবার ছোট। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/আল আমীন