ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা এবং ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে তারাকান্দা উপজেলার মধুপুর বাজারে ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার রাউতনবাড়ি গ্রামের আলাল কাজী (৩৪) এবং শাহজাহান মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (১৭)।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার মধুপুর
বাজারে একটি ট্রাক্টরের সাথে সিএনজি চালিত অটোরিকশা এবং বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ১১ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে
সেখানে আরও একজন মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন