শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ৩টি ভ্যাকু মেশিন ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।
শুক্রবার বিকালে পালং মডেল থানা পুলিশের একটি টিমকে সঙ্গে নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর ও ভেদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফসলি জমি নষ্ট করে পুকুর খননের কাজ ব্যবহার করা হয় ১০টি ভ্যাকু মেশিন। পরে পালং ইউনিয়ন এলাকায় ওই পুকুর খনন কাজে ব্যবহৃত তিনটি ভ্যাকু মেশিন ও একটি ট্রলি গাড়ি জব্দ এবং দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নাই। কিছু অসাধু ব্যক্তিরা ছুটির দিনে ও রাতে ভ্যাকু চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছিল। তাই তাদেরকে আইনের আওতায় এনে ব্যবহৃত তিনটি ভ্যাকু মেশিন ও একটি ট্রলি গাড়ি জব্দ এবং দুই জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন