নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস চাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডা. হাবিবুর রহমান কাছিকাটা এলাকার ফরিদ মাস্টারের ছেলে। তিনি পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার পথে ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন