গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্যভাবে পালন উপলক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি উদযাপনের জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শ্রীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পর পর তিনটি সাধারণ সভায় সমিতির পাঁচজন সদস্য অনুপস্থিত থাকায় তাদের সদস্যপদ নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংবাদিক সমিতির সংবিধান অনুযায়ী ওই পাঁচজনকে সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাঈম মেহেদী, মাসুদ রানা, মোক্তার হোসেন, মোহাম্মদ সেলিম শেখ, এস এম জহিরুল ইসলাম ও রাকিবুল হাসান আকন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা