কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাতে র্যাব-১৫ (সিপিসি-১) অভিযান চালিয়ে ১টি এনড্রয়েড মোবাইল ও সীমকার্ডসহ শীলবনিয়া পাড়া এলাকার শাহীদ আল শাহা প্রকাশ রিসেলকে (২০) আটক করতে সক্ষম হয়। র্যাব জানিয়েছেন, আটক হওয়া যুবকল এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারি সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স.বিএন) পিপিএম নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডি প্রতিদিন/ফারজানা