রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ মা-ছেলে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দেবলীলা (১০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি দুইজনের লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার রাতে উদ্ধার তৎপরতা শেষ করা হলেও শনিবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল। উদ্ধার হওয়া দেবলীনা দে (১০) চট্টগ্রামের হাজারীগলির রতন দে'র কন্যা।
এখনও নিখোঁজ রয়েছে, চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল বলেন, শুক্রবার রাতে উদ্ধার তৎপরতা শেষ করা হলেও আজ সকাল থেকে আবারও দুইজনের মরদেহ উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবিসহ স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছে।
উল্লেখ্য, চট্টগ্রামের নন্দন কানন এলাকার রাধামাধব মন্দির থেকে প্রায় ১৫০ জন ইসকন সদস্য কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার বিভিন্ন মন্দিরে তীর্থ ভ্রমণে আসে। পরে তারা কর্ণফুলী নদী হয়ে ৩টি বোটে চা বাগানে যাওয়ার পথে ২টি বোট কুলে ভিড়লেও অপর ১টি বোট কুলে ভেড়ার আগেই ডুবে যায়। এতে সবাইকে উদ্ধার করা হলেও ৩জন নিখোঁজ হয়।
বিডি প্রতিদিন/হিমেল