গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় একদিনেই ৪ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ন্যাশনাল পার্কের সামনে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন প্রাণ হারান। এদিকে গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক ও এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মাওনা হাইওয়ে থানার ওসি জানায়, শনিবার সকালে ওই যুবক শ্রীপুর উপজেলার গিলাবেড়াইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া আজ সকাল সোয়া ১০টার দিকে একই মহাসড়কের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ মারা গেছেন।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা