সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ভেসে ওঠা আরও একজনের লাশ উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাছ থেকে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক বলেন, সাগর থেকে আরও এক মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গত মঙ্গলবার ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় আজ এক নারীর লাশসহ এখন পর্যন্ত ১৭জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৪জন নারী ও ৩জন শিশুর লাশ রয়েছে। এ ঘটনায় ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এছাড়া এখনও নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে টেকনাফ নোয়াখালী পাড়া ঘাট থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় সমুদ্রপথে গত মঙ্গলবার সকালে ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ ঘটনায় বুধবার ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ