সাংবাদিকতায় একুশে পদকে মনোনীত হওয়ায় পিআইবি’র মহাপরিচালক সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব।
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ টাঙ্গাইলের চার উপজেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্ধীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল