বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১৫ ফেব্রোয়ারি) দুপুরে মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদল হক রুবেল।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল হক লাভলু, এড. আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, এড. রকিবুল ইসলাম, মামুনুর রশিদ পলাশ প্রমুখ। কর্মসূচিতে বিএনপির অঙ্গদলের বিপুল সংখ্যাক নেতাকর্মীর উপস্থিতি ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল