মুজিববর্ষ উপলক্ষ্যে কুমিল্লায় দারিদ্র বিমোচনে শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে রিকশা ভ্যান বিতরণ করা হয়েছে।
শনিবার প্রত্যয় উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুমিল্লা নগরীর প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে ১৫টি রিকশা ভ্যান বিতরণ করা হয়।
এছাড়া দুইজন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। সভাপত্বিত করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।
বক্তব্য রাখেন তিননদী পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুল, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, মানবাধিকার সংগঠক আলী আকবর মাসুম, এবি ব্যাংক কুমিল্লার ব্যবস্থাপক নাসির উদ্দিন চৌধুরী, ব্লাস্ট কুমিল্লার সমন্বয়কারী অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান ও ওয়াইডব্লিউসিএ'র সাধারণ সম্পাদক আইরীন মুক্তা অধিকারী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন