বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, সরকার কৃষকের জন্য যে ভর্তুকি দেয়, সেটা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তৃণমূলের কৃষকদের সরাসরি যোগাযোগের মাধ্যম তৈরি করে দেবে কৃষক লীগ।
তিনি আজ শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কৃষক লীগ আয়োজিত উপজেলা কৃষক লীগের প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের মধ্য দিয়ে আমরা কৃষকের পাশে দাঁড়াবো এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবো। সকলের সম্মিলতি প্রচেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কৃষক লীগ প্রতিষ্ঠা করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল, কৃষক লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু ও আবুল হোসেন, লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিযবুল বাহার রানা প্রমুখ।
মত বিনিময় সভা শেষে বিনামূল্যে কৃষকদের স্বাস্থ্য সেবা কার্যক্রম উদযাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
বিডি প্রতিদিন/এ মজুমদার