ভোলায় নিরাপদ মাতৃত্ব ও জেন্ডার বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভোলা জলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওই কর্মশালার আয়োজন করেছে।
এ সময় পরিবার পরিকল্পনা বিষয়ক ইনফরমেশন, এডুকেশন ও কমিউনিকেশন(আইইসি) আপারেশন প্ল্যানের পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারন প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক কার্যাবলী সম্পর্কে অবহিত করা হয়।
ভোলা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহামুদর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মাহামুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম এর উপপরিচালক আব্দুল লতিফ মোল্লা, ডাক্তার লুৎফর রহমান সেলিম, ডাক্তার আফরোজা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন