রংপুরে পৃথক পৃথকভাবে বিক্ষেভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় তারা ব্যানারসহ বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নামার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে পরে কার্যালয়ের প্রধান ফটকেই সমাবেশ করেন তারা।
সমাবেশে তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে নয়, নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। আজ শনিবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বিএনপির নেতারা বলেন, দেশের জনগণ খালেদা জিয়াকে প্যারোলে মুক্ত দেখতে চায় না। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দেশে আইনের শাসন নেই বলেই সরকারের ইচ্ছায় দুই বছর ধরে বিএনপি নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই অন্যায়ের বিচারও একদিন দেশের মাটিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি কাওছার জামান বাবলা, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ